একটু শান্তি চাই
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৬-০৫-২০২২ ইং
আমার হারানোর কোনো ভয় নেই
আমার বিজয়ের আশা নেই,
নিজের সাথে লড়াই করছি
আমিতো আছি সেই।
আমি প্রতিনিয়ত লড়াই করছি
আমার নিজের সাথেই।
কখনো সফল কখনো স্বপ্ন বিফল
তবুও আমার নিজের সাথেই।
কে বলেছে আমি দুঃখী
এই জগতে আমি চিরসুখী।
নেই তুলনা পরের সাথে
খুশি যা আছে তাতে।
জগৎটাকে মিত্র ভাবি
আমার কোন শত্রু নেই,
হয়তো কেউবা পাগল ভাবে
শান্তি পরিবারের কাছেই।
লক্ষ্যহীন জীবন আমার
একটু শান্তি চাই,
লোকে যাই বলুক আমায়
এতেই শান্তি পাই।
এখন আর স্বপ্ন দেখি না
স্বপ্ন বোনাই আছে,
আমার রাজ্যে আমি রাজা
আমি পরিবারের কাছে।