শান্তি সবার দিলে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০২-০৮-২০২১ ইং
গাছ আমাদের জীবন প্রদীপ
শতো মানব আশা,
গাছের গুনেতে সবার জীবন
সুখের অশ্রু ভাসা।
গাছ আমাদের প্রকৃত বন্ধু
গাছের ছায়ায় মিলে,
গাছের ছায়ায় আমরা যখন
শান্তি সবার দিলে।
নানান রঙের গাছের ডালের
নানান ফলের গোলা,
গাছের ফলের ভিটামিন খেয়ে
যায় না কখনো ভোলা।
গাছের বয়স একটু হলেই
তোমার ঘরেতে পেলে,
গাছর ডালের লাকড়ি বানাও
সব কাজেতেই মেলে।
গাছ লাগাও পরিবেশ বাঁচাও
তোমার জীবন তরে,
তোমার কাজে প্রয়োজনীয় গাছ
তোমার সেবা সে করে।
একটি ও গাছ কাটলে আমরা
দ্বিগুণ বুনতে হয়,
প্রয়োজন ছাড়া কাটিনা আমরা
একটি গাছ ও নয়।