চলার পথে বাঁধা আসবে
ভয়ের কিছু নাই,
শক্ত হাতে দমন করো
একটু শান্তি চাই।
চলতে গেলে পড়ে যাবে
উঠে চলো ভাই,
শতবার পড়ে গেলে তুমি
চলা থামা নাই।
মানব কুলে জন্ম নিয়ে
লড়াই করতে হয়,
লড়াই করে চলতে হবে
ভয়ের কিছু নয়।
জগৎ ছেড়ে যেতে হবে
থাকার উপায় নাই,
শক্তি শালী যতো মানব
চলে গেছে ভাই।
চলার পথে বিপদ আসবে
থাকবে যতো দিন,
সাহস করে লড়াই করো
জয় হবে একদিন।