অনুষ্ঠান : সাহিত্য আড্ডা
তারিখ : ২৬শে ফেব্রুয়ারি
সময় : বিকাল ৪টা থেকে ৭.৩০ পর্যন্ত
ভেন্যু : অমর একুশে গ্রন্থমেলা ২০২২
সঞ্চালনার : কবি কবীর হুমায়ূন
আয়োজক : bangla-kobita.com(সম্মানিত কবিরা)
উপস্থিত ছিলেন :
সম্মানিত কবি কবীর হুমায়ূন
সম্মানিত কবি মোহাম্মদ মনিরুজ্জামান
সম্মানিত কবি মোঃ বুলবুল হোসেন
সম্মানিত কবি এম নাজমুল হাসান
সম্মানিত কবি মোজাম্মেল হোসেন
সম্মানিত কবি মনিষা ঘোষ অতিথি
সম্মানিত কবি সুদীপ্তা চৌধুরী
সম্মানিত কবি শামীম উল্লাহ্
সম্মানিত কবি সেলিনা খাতুন
সম্মানিত কবি আজহারুল ইসলাম আল আজাদ
সম্মানিত কবি শহীদ উদ্দিন আহমেদ
সম্মানিত কবি সাহেদ বিপ্লব
সাহিত্য আড্ডা :
আড্ডাটা সঠিক সময়ের মধ্যেই শুরু হয়েছে। সঞ্চালনা করেন কবি কবীর হুমায়ূন। এখানে নিজের পরিচয় পর্ব কবিতা নিয়ে আলোচনা স্বরচিত কবিতা পাঠ । যদিও আমি একটু পরে উপস্থিতি হতে পেরেছি। প্রথম দিকের আলোচনা অনেক মিস করেছি। অনেকের বক্তব্যে উঠে এসেছে অনেক দিক নির্দেশনা ও পরামর্শ ।সম্মানিত কবিকূল আবৃত্তি করে যান একের পর এক স্বরচিত কবিতা। এত সুন্দর আড্ডায় উপস্থিতি হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সত্যিই একটা সুন্দর মুহূর্ত ছিল। সন্ধ্যা ৭:৩০ মিনিটে শেষ হয় সাহিত্য আড্ডা। আড্ডা শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখা হয়।
প্রাপ্তি :
* সম্মানিত কবিকূল থেকে পাওয়া কবিতা নিয়ে মূল্যবান বাণী।
* সম্মানিত কবিকূল এর কিছু অমূল্য মুহূর্ত।