স্বাগতম
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০১-০১-২০২২ ইং
দিনের শেষে সূর্য চলে
আপন ঠিকানায়,
নতুন দিনে নতুন স্মৃতি
পূর্ণ কানায় কানায়।
মোহন সুরে বেজে ওঠে
অস্পষ্ট আবেগ,
হৃদয়ে চাপা দীর্ঘশ্বাস
বাজে তরঙ্গবেগ।
শিশিরের মতো গ্রাস করে
নেবে আজ পুরাতন,
বেলার শেষে স্মৃতি গুলো
স্বপ্ন দেখে নতুন।
নতুন রূপে নতুন সাজে
ফুলে পাখি মাতম,
বছর শেষে নতুন দিনকে
আজ জানাই স্বাগতম।