সাধুর মেলায়
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৪-০৭-২১০২১ইং
মানবতা হেয়ে গেছে
গন্ধ রবে বেশি,
কি করে পাবো মুক্তির পথ
খোঁজো তুমি দেশি।
উচিত কথায় দাদা বেজার
খেতে হবে ঘুসি,
স্বার্থের মাঝে আঘাত পেলে
হতে হবে দোষী।
লোভের মোহে অন্ধ মোরা
পাইনা টাকার কড়ি,
মানব উপর জুলুম করে
সাধের প্রাসাদ গড়ি।
আমার আমার করে আমি
সবি গেছি ভুলে,
বেলা শেষ সাঁতার জানিনা
হয় না যাওয়া কূলে।
অসৎ পথে চলে গেছি
পাইনি ভালো সঙ্গ,
রঙিন নেশায় পড়ে রইলাম
দেখলাম কতো রঙ্গ।
মানবজীবন ব্যথায় গেলো
করে হেলাফেলায়,
শেষবেলায় পাবোকি সাধন
ঘুরে সাধুর মেলায়।