দুঃখ একদিন হারিয়ে যাবে
সুখের দিনের মাঝে,
স্বপ্নগুলো বেঁচে থাকবে
জীবন রঙিন সাজে।
গোমড়া মুখে দেখব আমি
মায়া ভরা হাসি,
চোখের জলও আসবে সেদিন
সেটা হবে খুশি।
স্বপ্নগুলো জেগে উঠবে
চিত্তে খুশির ঢলে,
ভয়ের সাথে জয় যে হবে
সবই অনুকুলে।
ফিরে পাবো মনের শক্তি
কাজে পাবো বিশ্বাস,
কোনো কাজে ভয় পাবো না
সকল কাজে উচ্ছ্বাস।
সকল মানব স্বাধীন হবে
হবে না কোনো ভুল,
ভয়হীন জীবন হবে সবার
ফিরে পাবে যে কুল।