সাদা মনের মানুষ
মোঃ বুলবুল হোসেন
সোনার চেয়ে দামি বলো
আমার গ্রামের চাষা,
দেশের মানুষ এদের তরে
করেন শত আশা।
মাথার ঘামে পা ভিজে যায়
তবু থাকে মাঠে,
গামছা মাথায় দিয়ে তারা
ঘুরছে মাঠে-ঘাটে।
রোদে পুড়ে বৃষ্টি ভিজে
লক্ষ্য একটু আহার,
সোনার ফসল পায়না খেতে
দাদা দেখায় বাহার।
সাদা মনের মানুষ তারা
জীবন চালায় হেসে,
কখন আবার বৃষ্টির জলে
কষ্টের ফসল ভেসে।
সাদা মনের মানুষ হয়ে
পায় না কেনো মূল্য,
এই সমাজে আছে বলো
এদের সমতুল্য।