সাবধান
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৯-০৬-২২ ইং
নেতা এলো
প্রাণ জুড়ালো
শান্তি হবে দেশে,
পচা শামুকে
পা কেটেছে
খালি পায়ে এসে।
দেখে শুনে
পা ফেলো
ভেবে লাভ কি?
লাভ হবে না
ধরলে কানা
বলবে রাস্তা মেপেছি।
সরিষার মধ্যেই ভূত
মানবে কি আর পুত্র
মেপে ফেলেছে জল,
বেড়ায় এসে
ধান খেয়েছে
হবে কি ফসল।
জনতা এসে
নেতার পাশে
পকেট করেছে খালি,
হইয়ো সাবধান
থাকতে প্রাণ
জনতা দিবে তালি।