রূপে ভরা দেশ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৫-০৭-২০২১ ইং
নানা রূপে ছয় ঋতু আমাদের দেশ
প্রভু দেয়া সৃষ্টি রুপের নাই শেষ।
সুন্দর দেশ আমার চেয়ে সারাক্ষণ,
যতো দেখি তারে শুধু ভরে ওঠে মন।
রবি মামা ওঠো তুমি তবে ভোর হবে,
তোমার রূপের ঝলকানি ভোর তবে।
সারাদিন থাকো তুমি দিয়ে যাও আলো,
দিন শেষে ঘরে ফিরে নামে আসে কালো।
চাঁদ মামা হেসে বলে ভালো আছো গায়,
সারারাত জেগে থেকে দিনে চলে যায়।
লাখো তারা ভেসে চলে দেখি রাত হলে,
আমার দিকে চেয়ে তারা কি করে জ্বলে।
ভরা নদী পানি গুলো ভাটি দিকে যায়,
মাঝি গুলো নৌকা নিয়ে পাল তুলে বায়।
নদী নালা খাল বিলে মাছে নানা খেলা,
মাছ ধরে মাঝি মিয়া কেটে যাবে বেলা।
বনে মাঝে শতো গাছ সবুজ শ্যামল,
নানা জাতে গাছে ধরে নানা ফল।
ফুলে গন্ধে পাগল হয়ে প্রজাপতি পায়,
প্রজাপতি দেখে পাখি মধু সুরে গায়।
উঁচু-নিচু মাঝে থেকে ভালো কিছু পাই,
ধরা বুকে ঠিক থাকে বলে গেছে সাঁই।
মাঠে গিয়ে দেখে আমি চাষি করে চাষ,
কতো শস্য প্রিয় দেশে চাষ বারো মাস।
অক্ষরবৃত্ত: ৮/৬