জগৎ যে এক রঙ্গমঞ্চ
রঙের খেলা চলে,
দেখবি তোরা জগৎ ঘুরে
জগৎ মাঝে এলে।
জাত ভেদাভেদ নিয়ে কতো
যুদ্ধ চলে ভবে,
উঁচু-নিচু নিয়ে সবাই
মাঝে দন্ড গড়বে।
দুই দিনের এই দুনিয়াতে
ছেড়ে যেতে হবে,
কবরের দিকে চেয়ে দেখো
রাজা গেছে কবে।
হায়রে মানুষ আমরা কেনো
ভেবে দেখি নাতো,
সঙ্গে আমার কেউ যাবেনা
আপন দেখো এতো।