কিছু মানব রাতের আঁধারে
থাকে মন্দ কাজে,
ভোরের সূর্য উঠলে পরে
থাকে সাধু সেজে।
অপরের ধন লুটে তারা
টাকার পাহাড় গড়ে,
সমাজের কলঙ্ক জঘন্য ব্যক্তি
সোনার ঘর ভরে।
দিনের বেলায় সাধু সেজে
পাড়ার লোককে জানায়,
সমাস নিয়ে কথা হবে
এসো বৈঠকখানায়।
তোমার জীবনে সুখের ভেলা
কতো রঙের খেলা,
পাপের বোঝা ভারী হলে
শেষ হবে রঙ্গমেলা।
সমাজ তোমায় ছাড় দেবে না
বিচার তোমার হবে,
সমাজের কীট চলে গেলে
সবাই সুখে রবে।