রমজান
মোঃ বুলবুল হোসেন
তারিখ ১৫-০৪-২০২১ইং
কালিহাতী, টাঙ্গাইল।


রহমতের দরজা খুলে
মাহে রমজান এলো,
হালকা হবে পাপের বোঝা
রোজা রাখি চলো।

নামাজ পড়ো রোজা রাখো
করো সবাই ইফতার,
প্রভুর হুকুম পালন করো
নয়লে হবে গ্রেপ্তার।

অল্প পাওয়ায় খুশি থাকার
জ্ঞান থাকাতে চাই,
সবাই সবার খোঁজ রাখি
বন্ধু স্বজনে ভাই।

রোজা রাখো নামাজ পড়ো
দানের হাতে চর্চা,
বিলাস বহুল জীবন ছেড়ে
করো কিছু খরচা।

ইবাদতের প্রভু খুশি
না করিবো দান্দা,
মাফ করে দাও প্রভু আমরা
এই গুনাগার বান্দা।