তাজা রক্ত
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৪-০৩-২০২৩ ইং
কালকে ছিল যেমন তেমন
আজকে বাড়ছে যতো,
রহিম মিয়া বলছে এখন
আকাশ ছোঁয়ার মতো।
তাজা রক্ত ঝরে যাচ্ছে
হচ্ছে যতো ক্ষতো,
বাজার এখন বেজায় গরম
ঘামছি আমি কতো।
কি করে আজ ভেবে না পাই
চিন্তা কতো শতো,
এক বেলাতে দিন চলেছে
এখন অবিরত।
স্বপ্নের মতো দ্রব্যের যদি
দামটা কমে পেতো।
গরিব দুঃখী পেট ভরে
দুমুঠো ভাত খেতো।