রক্ত ক্ষরণ
মোঃ বুলবুল হোসেন 



ঘোড়ার ছেষ্ঠলে গাধা খাচ্ছে 
দাদার নামে নাতি,
গাধার নাতি পুতি খাবে 
আঙুল খাবে জাতি।


 কড়াজেলের ছেলে জেলে হবে
 বর্তমান অবস্থা,
 বাবার পেশা ছেলে পাবে
 আরো টাকার বস্তা।


অতীতশ্ব প্রথা নিপাত হবে
মেধাবীরা তুষ্টি,
রাজ্যে রাবন সবল তারা
বিশাল তাদের গোষ্ঠী।


স্বাধীন দেশে রক্তে ভেজা 
কেমন তুমি কবি? 
স্বৈরাচারীর গোলাম হয়ে 
আঁকছো নতুন ছবি।


অগ্ন্যুৎপাতে হায়না শকুন
রক্ত ক্ষরণ হৃদয়ে,
আশা মশাল হাতে নিয়ে 
নতুন সূর্যদয়ে।