জগৎ মাঝে সবি রঙিন
লাগছে যেন আমার,
জগৎ আজও ঠিকি আছে
ভুল আমার ভঙ্গিমার।
হিংসা বিভেদে ভুলে যাই
আমরা সবাই মানুষ,
কতো স্বপ্ন ধ্বংস করেছি
হয়ে যে অমানুষ।
সময়ের সঠিক মূল্য দিতে
আমরা তো শিখি নাই ,
সময় টাকে কাজে লাগাও
নয়তো পস্তাবে ভাই।
এমন সময় আসবে তোমার
কেউ পাশে থাকবেনা,
রঙিন চশমা পড়ে তুমি
ভালো কি মন্দ বোঝনা।
সঠিক রাস্তা দেখাও প্রভু
আমি অন্ধ পথিক,
বেলা শেষের যাত্রী হয়ে
পাপ যে আমার অধিক।