রাতের রাণী
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৯-০৮-২০২১ইং
জানো তোমরা রাতের রাণী
করছো কতো ফান,
ঘুমের মাঝে স্বপ্ন দেখি
টাকার নেশা গান।
জগৎ বুকে সবাই দেখো
পেতে চায় যে সুখ,
রাতের রানী কপাল পুড়ে
শ্রাবণ মেঘে দুখ।
ছিলো যারা সঙ্গের সাথী
কোথায় গেলো আজ,
অশ্রু জলে বুক ভেসেছে
হারিয়ে গেলো সাজ।
সাধু সেজেছে রাতের রাণী
রঙিন ঘোড়া চড়ে,
কালো চশমা পড়লে তুমি
বাঁচিবারই তরে,
রাতের রাণী টাকার নেশা
নিজেকে ভুলে যায়।
গভীর রাতে ধনী দুলাল
রাণীর দেখা পায়।
পাপ কখনো বাবা ছাড়েনা
জ্ঞানী লোকের কথা।
যারাই ছিলো সাথী বন্ধু
নাইরে কারো ব্যথা।