অন্ধকার রাত
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৬-০৪-২০২১ইং
কালিহাতী, টাঙ্গাইল।
প্রকৃতি খেলছে মরণ খেলা
বাহিরে গেলে যম,
ভয় নাই মানব বুকের মাঝে
সাহস কি তোমার কম।
পার্কের মাঝে ঘুরে বেড়াও
বন্ধুর সাথে আড্ডা,
মহামারী খুঁজছে তোমায়
মারো তুমি গাড্ডা।
ওদের দলে ভারী করতে
ছয়াতে ছাবে আরো,
নিজে বাঁচো অন্যকে বাঁচাও
ধ্বংস না হয় কারো।
নিয়ম কারণ মেনে চলো
থাকো তুমি সুখে,
অন্ধকার রাত কেটে যাবে
থাকবে না কেউ দুঃখে।
নতুন আশা সবার প্রাণে
সাহস সকলের হোক,
সকল মানব সইতে পারে
স্বজনহারার ঐ শোক।