জীবন চলার পথে আমরা
না করি যেনো ভয়,
পরাজয় আজ মেনে নিলে
হবে না ভয়ের জয়।
ভীতু মনকে নিয়ে তুমি
হবে পরাজিতো,
দ্বিধা দ্বন্দ্ব মনকে নিয়ে
নয়তো জয় অর্জিতো।
সাহস ছাড়া তুমি যেনো
জেতার আশা না কর,
সাহস ছাড়া চললে তুমি
হবে না কার্যকর।
যদি ভাবো তোমার কাজতো
অন্যের চাইতে নিচু,
তাহলে যে নিচু থাকবে
পাবে নাতো উঁচু।
নিজের মনে রেখো তুমি
তোমার ধীরো প্রত্যয়,
জীবন যুদ্ধে রেখো না কেউ
কারো মনে সংশয়।
বাড়িয়ে দাও তোমার মনে
থাকা আত্মবিশ্বাস,
সন্দেহ কে দূরে ঠেলে
করো না অবিশ্বাস।