প্রতিবন্ধী হলেও  মানুষ (সহমর্মিতার সংবেদন'')
মোঃ বুলবুল হোসেন

প্রতিবন্ধী হলেও আমরা সবাই মানুষ কিন্তু  ভাই,
দশের মত পাশে থেকে  আমরাও বাঁচতে চাই।

প্রতিবন্ধী আমরা যারা দেশের বোঝা নয়,
তবে কেন এই সমাজে বোঝা ভাবা হয়।

আমরাও মানুষ আছে মোদের অনুভূতি ভাই,
প্রতিবন্ধী বলে তোমরা হেলা  করো তাই।

সৃষ্টির সেরা জীব হয়ে  কেনো  ধিক্কার পাই,
মানুষ বলে তোমাদের কাছে  ভালোবাসা চাই।

সবাই যদি ভালোবাসে মনে থাকে না ভয়,
প্রতিবন্ধী আমরা যারা করবো বিশ্বজয় ‌।

তোমরা সবাই মনের মাঝে একটু জায়গা দাও,
জগৎ  বুকে প্রতিবন্ধীকে কোলে তুলে নাও ‌।

লেখাপড়া শিখে আমরা বিশ্ব করব জয়,
প্রতিবন্ধীদের পাশে থেকো হবে মোদের বিজয়।




(সহমর্মিতার সংবেদন'')