পথের শিশু
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৪-০২-২০২৩ ইং
অলিগলি খেলার মাঠে
কত শিশু ঘুরে,
পেটের দায়ে পথের শিশু
ছুটে চলে দূরে।
মাতা পিতা চলে গেছে
একলা তাদের রেখে,
রাস্তার মোড়ে কাঁদে শিশু
কাদামাটি মেখে।
রাস্তার মোড়ে অনাথ শিশু
থালা নিয়ে বসে,
একটু খাবার দাও না তুলে
ভাতের হোটেল পাশে।
আমরা পড়ি নতুন জামা
ওরা কাঁপে শীতে,
এসো মোরা পাশে দাঁড়ায়
শান্তি পাবে এতে।