যে পতাকা মৃদু হাওয়ায়
সকাল সন্ধ্যা দোলে,
সেই পতাকার চেয়ে থাকি
সকল দুঃখ ভুলে।
লাল সবুজের প্রিয় রঙটা
পতাকায় যে মিশে,
এই পতাকা আনবো বলে
যুদ্ধ করি মিলে।
এই পতাকা হৃদয় মাঝে
নেচে গেয়ে ওঠে,
শতো রক্তে অর্জিত এই
নিশান ভাগ্যে জোটে।
পতাকা আজ বিজয় সাজে
মুক্ত বায়ুতে ঘ্রাণ,
পতাকার জন্য চলে গেল
লক্ষ মানুষের প্রাণ ।
লাল সবুজে মিশে আছে
প্রিয় এই বাংলাদেশ ,
এই পতাকা জগৎ সেরা
সবাই বলেতো বেশ।