পরপারে
রুবাইয়াত ই-  মোঃ বুলবুল হোসেন
তারিখঃ২৭-০৫-২০২১ইং

জীবনের সকল চাওয়া পাওয়া আর না পাওয়া।
আনন্দ-বেদনার মাঝেই একটু সুখ চাওয়া।
আলো ছায়া খেলার মাঝে পরপারে যাওয়া।
এরই মাঝে কিছু রুজি নিজের জন্য নেওয়া।