পূর্ণতা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৯-০২-২০২৩ ইং

যতো বলা হয় শান্তিময়
ছুটি তোমার পিছু,
লাভ কি বল আমার করে
যাবে নাতো কিছু।

থাক না আমার দুঃখের জীবন
যতো দিবে ফাঁকি,
পূর্ণতা কি তোমার জীবন
সত্যি ভেবেছ কি?

কখনো হবে অবসান
দুঃখের মাখামাখি,
চলার পথে সঙ্গী আমার
তুমি নয়ন আঁখি।

নষ্ট করছি কতো সময়
যেটুক আছে বাকি,
হে দয়াময় তোমার পথে
মিলেমিশে থাকি।