কালো পর্দার আড়ালে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২২-০৩-২০২২ ইং
নাচো কে গো বলো আমায়
সংসার যে অতলে,
তুলবে গাছে নাচবে সাথে
বিপদে যাবে চলে।
ভাঙবে সংসার তোমার যখন
বুঝবে কি আর চাড়ালে,
পার পাবে না খুজলে তারে
থাকবে তিনি আড়ালে।
দেখে শুনে চলতে পারো
না সময় চাড়ালে,
চাড়াল বেটা বলবে সেদিন
কেমনে আমায় তাড়ালে।
এমন লোকের নাইরে অভাব
কালো পর্দার আড়ালে,
শান্তি পাবে তখন তুমি
নিজের পথে দাঁড়ালে।