প্রকৃতির এমন রূপ
মোঃ বুলবুল হোসেন
কে যাবি আয় দেখবি তোরা
আমার ডিঙ্গি নায়ে,
রুপের ঝলক দেখবি তোরা
সুখে কাঁদবি গিয়ে।
বান্দরবনের লামায় আছে
ঐ কোয়ান্টাম নামে,
যেমন কথা তেমন কাজে
পাবে তুমি কামে।
প্রকৃতির এমন রূপের বাহার
পাবে না তো দামে,
তীর্থস্থানে গিয়ে দেখো
নাই তো কিছু কমে।
চিচিং ফাঁকে গিয়ে আমরা
হারায় প্রকৃতির মাঝে,
উঁচু-নিচু পাথর বেয়ে
ঝরনা মনে সাজে।
প্রভুর সৃষ্টি এই দুনিয়া
কত রূপে আছে,
বারে বারে ফিরে আসি
এই ঝর্ণার কাছে।
লাঠি দিয়ে পাহাড় বেয়ে
উঠে যখন মাঠে,
দেশের বৃহত্তম খেলার মাঠ
শুনতে পেলাম পাঠে।
সন্ধ্যার পরে পাহাড়ি নাচে
মনটা ভরিয়াছে,
নিয়ম-নীতি শিখতে হলে
যেতে হবে কাছে।
এতিম শিশু দেখে আমার
হৃদয়ে জাগে মায়া,
ভক্তি-শ্রদ্ধা দেখে তাদের
মনে পরে কায়া।