পদ্মা সেতু
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৪-০৬-২০২২ ইং
পদ্মার বুকে পদ্মা সেতু
বীর বাঙ্গালীর প্রাণ,
দেশের নেত্রী শেখ হাসিনা
তাহার অবদান।
হবে না আর পদ্মা সেতু
বলছে অহেতু,
কথায় নয় তো কাজে প্রমাণ
ঐ পদ্মা সেতু,
পদ্মার বুকে চলার মানুষ
আজ খুশির আবেশ,
দেখো বাংলা দেখো বিশ্ব
সোনার বাংলাদেশ।
স্বপ্ন সিঁড়ি বেয়ে এবার
পদ্মা সেতুর জয়,
কল্পনা কে হার মানিয়ে
পদ্মা সেতু হয়।