পবিত্র মাস
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৩-০৫-২০২১ইং
ত্যাগের মাসে আমরা আছি
অন্ধকারে ডুবে
কোন স্বপ্নতে জেগে আছি
মিথ্যে মায়ার খুবে।
সকল কালো দূরে ফেলো
এই পবিত্র মাসে,
সত্যের বাণী প্রচার করো
গিয়ে সবাই পাসে।
নামাজ পড়ো রোজা রাখো
শান্তি হৃদয় জুড়ে,
শান্তির বাণী পাবে তুমি
কষ্ট গুলো খুঁড়ে।
দুনিয়ার সব কাজের হিসাব
নিবে মরণ পরে,
খারাপ কাজের শাস্তির হবে
অনন্ত কাল ধরে।
পবিত্র মাসে যে ব্যক্তি
পাপ মুছলো না তার,
তাহার চাইতে হতোভাগা
জগতে নাই রে আর।