পবিত্র মাহে রমজান
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৩-০৪-২২ ইং
রোজার মাসে ক্ষমা করো
হে রহিম রহমান,
বছর ঘুরে এলো আবার
পবিত্র মাহে রমজান।
রোজা রাখো নামাজ পড়ো
পবিত্র রমজান মাসে,
মাফ করে দাও গো প্রভু
আমরা যে তোমার দাস।
রোজা রাখলে শান্তি পাবে
দুঃখ হবে অবসান,
ভোর রাতে সেহরি খেয়ে
নামাজ তরে আসান।
উঁচু-নিচু ভুলে গিয়ে
সকলে উপবাস,
নামাজ পড়ে রোজা রেখে
কেটে যাবে এক মাস।