জীবন গড়তে প্রবাস আসা
সকল মায়া ছেড়ে,
কর্ম দিয়ে জীবন সাজানো
ঘুম নিয়েছে কেড়ে।
সবাই সুখে থাকতে পারে
কর্মে লেগে থাকা,
সংসারে যদি সুখ আসে
ঘুরে ভাগ্যের চাকা।
সময় মতো খাবার পাই না
সুখে থাকার অভিনয়,
নিজের জীবন বিলিয়ে দেয়
সবাই কে তার বিনয়।
রাতে শুইলে ঘুম আসেনা
বালিশ বিজে জলে,
কষ্টে থেকে মিথ্যা বলে
প্রবাস আমায় কাঁদালে।
তোমার ছেলে কষ্টে থেকে
সুখের কথা বলে,
প্রভু তুমি দয়া করো
না পড়ি কবলে।