পেঁয়াজ একটি পচনশীল পণ্য
একান্ত প্রয়োজন না হলে এক সপ্তাহ
বন্ধ রাখি তাহলে হবো ধন্য।
এটার দাম কমতে বাধ্য হিসাব কষার জন্য
আমাদের অধিকাংশ মানুষের ঘরে।
এক সপ্তাহ অথবা তার চেয়ে বেশি বা কম দিন চলার মতো পেঁয়াজ আছে পরে।
যার ঘরে যতটুকু আছে তা দিয়ে যতো দিন চালিয়ে নেওয়া যায়।
ব্যবসায়ীদের বিপদ আসবে চলে
পেঁয়াজ যদি না খায়।
পেঁয়াজ কেনা থেকে বিরত থাকুন।
পেঁয়াজের দাম এমনিতেই কমে যাবে
সবাই সচেতন হন চেয়ে চেয়ে দেখুন।
তাছাড়া বাজারে নতুন পেঁয়াজ উঠেছে
ওটার দাম কিছুটা কম ।
নতুন পেঁয়াজ কিনুন কিছুটা হলেও পাবেন দম।
একাজটি করা যায় তবে সাইজ হয়ে যাবে,
অসৎ ব্যাবসায়ীরা যখন ইচ্ছে মতন দাম বাড়ায়
তারা সাজা পাবে।
অতি উৎসাহী আবাল ক্রেতা সহযোগীতা করে।
এমন ভাবে হুমরিখেয়ে পরে যেন এ চীজ আর পরের মাসে পাওয়াই যাবে না তারে।
পেয়াজ একটু কম খেলেও কিছু হয় না,
সারদিনে এক পিস/আধা পিস খাচ্ছি
খুব সমস্যা হচ্ছে না।