শতো মানুষ পদ্মার বুকে
ধরে জীবন বাজি,
তাদের মধ্যে অন্যতম ঐ
পদ্মা নদীর মাঝি।
ঝড় তুফানের ভয় করেনা
চলে স্রোতে আজি,
পেটের দায়ে যেতে হবে
আমি পদ্মা মাঝি।
উথাল পাতাল ঢেউ দেখে
কেঁপে ওঠে যে বুক,
এই পদ্মাতে জীবন মরণ
আবার পদ্মাতে সুক।
ঘর সংসারের মায়া ছেড়ে
পদ্মার বুকে সাজি,
জগৎ মায়া ত্যাগ করে
পদ্মায় যেতে রাজি।