জীবন পাতা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১১-০২-২৩ ইং
বন্দী আমি বদ্ধ ঘরে
ভালো লাগে গান,
হৃদয় মাঝে দুলা দিলো
বকুল ফুলের ঘ্রাণ।
পাগলের নয় মাথা ব্যথা
চলছে তবু সাজ,
বদ্ধ ঘরে হাড়ি বাজাই
আমার মতো রাজ ।
সত্য কথা বললে পরে
কল্লা নিবে তার,
কায়দা করে চলতে হবে
রক্ষা নেইতো আর।
উজান গাঙ্গে বাইছি তরী
সঙ্গী-সাথী হীন,
দেখছি নাতো আশার আলো
জীবন পাতা চিন।