প্রার্থনা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৯-১১-২০২২ ইং

আযানের ডাক শুনতে পেলে
কেমন করে ফুটি
প্রভুর হুকুম পালন করতে
মসজিদেতে ছুটি।

প্রভু কাছে  দুহাত তুলে
প্রার্থনা করি রোজ,
তোমার তরে চলতে পারি
হয় যেনো মোর বুঝ।

টাকা পয়সা চাইনা আমি
চাইনা বাড়ি গাড়ি
আমায় একদিন যেতে হবে
এই জগতে ছাড়ি।

ক্ষমা করো পাপ করেছি
সবি  তোমার জানা,
কারবা আবার সাধ্য আছে
তোমায় করবে মানা।