প্রানের নবী
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১১-০৬-২২ ইং
প্রানের নবী মায়ার নবী
মোর নয়নের আলো,
তুমি না থাকলে এই জগৎ
পেতো না আর আলো।
তোমার দেখা পাবো বলে
কি যে লাগে ভালো,
তুমি যে ছিলে আল-আমিন
তোমার কথায় আলো।
দেখা দিবে ঘুমের ঘরে
তোমার পথে চেয়ে,
এই জীবনে চাইনা কিছু
তোমায় যাইরে পেয়ে।
জাহান্নামে যাবে না কেউ
তোমার দেখা পেলে,
নতুন জীবন শুরু হইবে
নতুন আলো জ্বেলে।