নবী আমার পরশ মনি
নবী আমার আশা
নবীর আদেশ মেনে চললে
কেটে যাবে দুর্দশা।
পরোকালে শান্তি চাইলে
নবীর পথে চলে,
মিষ্টি করে সালাম দিবো
সবার কাছে গেল।
কেউ আমাকে কষ্ট দিলে
ক্ষমা করে দেবো,
ক্ষমা করা মহত্ত্বের গুন
কাছে টেনে নেবো।
দ্বীনের দাওয়াত দেবো আমি
সবার কাছে গিয়ে,
নবী আমাদের বলে গেছে
দ্বীনের দাওয়াত দিয়ে।
শেষ বিচারে তোমাকে পাই
ওগো আমার নবী,
তোমায় ছাড়া পার পাবোনা
ওগো প্রানের নবী।