প্রেমের তরী
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৫-০৩-২০২২ ইং

দুইদিন আগে ছিলাম আমি তোমার প্রেমের  নাগর,
তোমার প্রেমে কুল ছিলো না ছিলো অথৈ সাগর।

মাঝে দরিয়ায় প্রেমের তরী বৈঠা নাইরে আমার,
ঘূর্ণি পাকে পড়ে গেছি বলো  ভুল  ছিলো কার।

চন্দ্র সূর্যে করছে খেলা ভাসমান আমার ভেলা,
মেঘের ভেলা দিছে ছুটি হবে নতুন খেলা।
দুইদিন আগে ছিলাম আমি তোমার প্রেমের  নাগর,
তোমার প্রেমে কুল ছিলো না ছিলো অথৈ সাগর।

প্রেমের তরী  ডুবে  গেলো  গোধুলি এই বেলা,
বিরহের সুর বাজে শুধু  খেলছো নতুন খেলা।
দুইদিন আগে ছিলাম আমি তোমার প্রেমের  নাগর,
তোমার প্রেমে কুল ছিলো না ছিলো অথৈ সাগর।