অনেক দিনের স্বপ্ন আমার
যাবো পাখির হাটে,
স্বপ্ন এবার সত্যি হবে
দুই বন্ধু ঘাটে।
শখের পাখি যত্ন করে
রাখা আমার ঘরে,
কিছু পাখি কিনবো আমরা
বড় হবে আকারে।
বাজারেতে গিয়ে দেখি
শালিক টিয়া ময়না,
আরো আছে চেনা পাখি
কবুতর আর গয়না।
যত দেখি প্রেমে পরে যাই
তোরে ভোলা যায় না,
শতো শতো মানুষ দেখি
গরমের ভয় করে না।
বন্ধু আমার বিদেশি পাখি
যত্ন করে পোশে,
দেশি পাখি কিনবো আমি
থাকবে না কেউ দংশে।