ভোরের পাখি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ২৩-০৪-২০২১ইং

ভোর বেলাতে ঘুম ভেঙে যায়
ছোট্ট শালিক পাখি,
মিষ্টি গানে সুর তুলে যায়
পাড়া জুড়ে থাকি।

তোমায় দেখে খোকন সোনা
থাকে পথে চেয়ে,
তোমার সাথে নীল আকাশে
মেঘ বালিকার নায়ে।

নীল আকাশে মেঘ বালিকা
তোমায়  সঙ্গে নিয়ে,
জগৎ টাকে অংকন করি
  হৃদয় তুলি দিয়ে।

ভোরের রাজা তোমায় জানি
তুমি শালিক পাখি,
তোমার সুরে জাগে পাড়া
করো ডাকাডাকি।