এই বাংলাতে পাই
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৩-০১-২৩ ইং
মধু পাই সরিষা বনে
মৌমাছি গায় গান,
মধু চাষে ঢেউ তুলেছে
কর্মী দেয় জোগান।
মধু খেয়ে খোকাবাবু
হাতে নেয় বাঁশি,
বাঁশির সুরে পাড়ার সকল
উল্লাসে ভাসি।
হলুদ ফুলের মধু পেয়ে
নেচে নেচে যাই,
শীতের পরশ মিষ্টি মধুর
এই বাংলাতে পাই।