স্বাধীন দেশের স্বাধীন পতাকা
একা কারো নয়,
স্বাধীনতা দেশের তরে
বীর জনতার জয়।
স্বাধীনতা দেশ মানুষের
শ্রমিক কামার চাষীর,
স্বাধীনতা সবার জন্য
প্রিয় দেশবাসীর।
স্বাধীনতা রক্তে অর্জিত
বাজে আজ প্রাণে,
স্বাধীনতার সুরে নাচি
প্রিয় সেই গানে ।
স্বাধীনতা কেড়ে নিতে
দেয় যদি কেউ হাত,
দেশ ইতিহাস পড়ে এসো
করে দিব উৎখাত।