শেষ ঠিকানা এসে গেছি
নাই কোন উপায়,
প্রতিদিন বাড়ছে পানি
এখন শুধু কাঁপায়।

কত বছর হয়নি ভাই
এমন অথৈই পানি,
নিঃস্ব আজ  গ্রাম বাসী
হয়েছে অর্থহানি।

অঝোর ধারে গায়ের বুকে
ঝরে যেন বৃষ্টি,
উজানের পানি নেমে আসছে
হবে কি দিয়ে দৃষ্ঠি।

বসত ভিটা পানির নিচে
ভয়ে কাঁপে বুক,
বাড়ি ঘর ভেঙে পড়ছে
শরিলের যেন চাবুক।


মানুষগুলো কোথায় যাবে
নাই কোনো আশ্রয়,
আল্লাহ ছাড়া এই মানুষের
হবেনা কোনো প্রশ্রয়।