অনেক দিনের পরে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ 25-11-2021 ইং


আসলে এবার  বন্ধু তুমি
অনেক দিনের পরে,
তোমায় দেখতে চাঁদের আলো
আমার ভাঙ্গা ঘরে।
বাসবো ভালো আগের মতন
বসতে দিও পাশে।

অতীতের কথা মনে করে
কষ্ট পেতে চাই না ।
শুধু ভালো বেস আমায়
অন্য কিছু চাই না ।
দুজন মিলে ঘর সাজাবো  
বাধা যতো আসে।

ক্ষনিকের এই জীবনে
সুখ কে ঢেলে দিলে,
হাসিমাখা মুখটা তোমার
প্রানটা কেড়ে নিলে।
পুরানো সেই নদীর ধারে
কাটবে সময়  বসে।