ওগো মিষ্টি মেয়ে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৮-১১-২০২১ ইং
নিশি রাতে দেখতে তোমায়
লাগে চাঁদের আলো,
কেমন করে মনকে বোঝাই
তুমি আঁধার আলো।
চাই না টাকা চাই না গাড়ি
থাকলে তুমি পাশে,
দক্ষিণের ঐ মাতাল হাওয়ায়
মিষ্টি সুবাস ভাসে।
কেমন করে মনকে বোঝাই
তুমি আঁধার আলো।
কোকিলের নেয় কন্ঠ তোমার
গান শোনাও গুনগুনিয়ে,
শক্ত করে হাতটি ধরো
মনের কথা যাও শুনিয়ে।
কোথায় ছিলে ওগো বন্ধু
ধন্য তোমায় পেয়ে,
কি যাদু করিলা আমায়
ওগো মিষ্টি মেয়ে।
নিশি রাতে তোমায় যেনো
লাগে চাঁদের আলো,
কেমন করে মনকে বোঝাই
তুমি আঁধার আলো।