জগৎ বুকে সবার আছে
বাঁচার অধিকার,
দেশে তরে মানুষের হক
শান্তিতে থাকার।
জাত, ধর্ম নিয়ে মানবের
হয় হানাহানি,
মূর্খের মতো ব্যবহার তার
মানব সে মানি,
অন্যায়ের প্রতিবাদ হবে
চাই এমন শিক্ষা,
বিশ্বাস থাকবে সব মানবের
নয়তো পরিক্ষা।
কতো দিন যে অনাহারে
পারে না খেতে,
কোথায় থাকে মানবাধিকার
কি করে জেতে।
চিন্তা শক্তি বিবেক বুদ্ধি
চাই স্বাধীনতা,
দেশের স্বার্থে জীবন দিবে
বাংলার জনতা।