আমি পারিনা ওপরের ধন
লুফে করতে শাষন,
মাথার ঘাম পায়ে ফেলে
পাব সম্মানের আসন।
তেলের মাথায় তেল দেয় দেখি
আজ নির্লজ্জ সমাজ,
বিবেক তাদের হারিয়ে গেছে
করে শুধু অকাজ।
নিজের চাওয়া বলি দিয়ে
নেই কোনো অধিকার,
ভাই যে আমার বড়ো নেতা
ধরি আমরা শিকার।
কোনটা ভালো কোনটা মন্দ
বোঝে নাতো তারা,
সত্যের বাণী নিয়ে চলবো
যতো হই ঘরহারা।
প্রতিবাদ করতে পারবো না
ধিক্কার জানাই মনে,
রক্ষা করো প্রভু আমার
শান্তি পাবো প্রাণে।