উদাস
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০২-০৩-২০২৩ ইং

উদাস হয়ে চেয়ে থেকে
কেনো ডাকো আমায়,
রঙিন সূর্যের আলোচ্ছটা
লাগছে দারুন তোমায়।

আজকের এই পড়ন্ত বেলায়
একলা  গহীন বনে,
স্বপ্নে বিভোর মুক্ত আকাশ
গরম হাওয়া মনে।

তোমার ডাকে  হৃদ আঙিনায়
আলোর স্রোতে হাসায়,
আঁধার রাতে জোনাকী দেয়
আশার আলো আমায়।

কাছে থেকে কত দূরে
হৃদয় কাঁদে ব্যথায়,
ভালো ছিলাম তোমায় ছেড়ে
ডাকলে কেনো আমায়।