খাঁচার ভিতর অচিন পাখি
পুষিলাম যতনে,
আপন ভেবে হৃদয় মাঝে
রাখলাম এই জীবনে।
বনের পাখি পোষ মানে না
যাবে একদিন চলে,
শূন্য খাঁচা পড়ে রবে
সে কথা না বলে।
ঘর বাদিলাম কেনো আমি
অচিন পাখি শনে,
হেলায় খেলায় বেলা গেলো
ভবে আসলাম কেনে।
পাখি তুমি নিঠুর কেনো
তুমি মায়া করলে,
বিদায় বেলায় শূন্য খাতা
হিসাব নাইরে ধরলে।