শত বছরের আপন যারা
তারা যে অচেনা,
অপূর্ব জগতের মাঝে
সবতো যায় কেনা।
সুখের আশায় ঘর ছেড়েছি
সুখের নেশায় চলা,
আবার ফিরে পাবো আমি
যতো হোক অবেলা।
আশার বুকে দিয়েছে ছাই
শেষ হয়ে যায় বেলা,
হতাশ হয়ে পিছন ফিরে
শেষ রঙ্গ খেলা।
যত্ন করে যাকে তুমি
বুকে তুলে নিলে,
সময়ের স্রোতে সে এক দিন
কাঁদা দিবে দিলে।
কুকুর কে যদি যত্ন করো
প্রভু ভক্ত হবে,
মানব কুলের সেবা করলে
সেবা করছো কবে।