আমি বড় অভিনেতা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৩-০৩-২০২২ ইং

আমি বড় অভিনেতা এই জীবন সংসারে,
দুঃখের মাঝেও হাসতে পারি বলবো কি আর তারে।
কষ্ট নিয়ে সুখে আছি আর কতো অভিনয়,
জীবন যুদ্ধে ক্লান্ত পথিক মানতে হয়  পরাজয়।


মুখে হাসি বুকে কাঁপন ভালো আছি বেশ,
বোবা কান্না দেখে না  কেউ হবে কি তাহার শেষ।
আমি বড় অভিনেতা এই জীবন সংসারে,
দুঃখের মাঝেও হাসতে পারি বলবো কি আর তারে।

আমি না হয় থাকলাম দুখে সবাই থাকুক ভালো,
মিথ্যা আমার জীবন সাথী হারাই  স্বপ্ন গুলো।
আমি বড় অভিনেতা এই জীবন সংসারে,
দুঃখের মাঝেও হাসতে পারি বলবো কি আর তারে।